দুষ্টলোকের ধর্মকথা


প্রথম পর্যায় - কয়েক বছর আগে:

রোজার ঈদের নামাজ পড়ে আমাদের এপার্টমেন্টের দুই তলায় এক বাসায় গিয়েছিলাম আমি আর আমার বাবাভদ্রলোক এক অবসরপ্রাপ্ত সচিব, তার স্ত্রী মারা গেছে, ছেলেরা আমেরিকায় আর উনি একা থাকেনবর্তমানে একটি ইসলামী বাংকের চেয়ারম্যান ও কয়েকটি প্রতিষ্ঠানের কনসাল্টন্ট হিসেবে আছেনলোকে বলে উনি নাকি সারাক্ষণ ব্যস্ত থাকেন লেখা পড়ায় এবং ইবাদত বন্দেগীতে

আমাদের উনি পায়েস খেতে দিলেন, সেই সাথে জ্ঞানের আলাপ শুরু করলেনভাল ভাল কথাই বলছিলেনউনি বললেন, “নাজাফে কোন এক মসজিদে কিছু খ্রিস্টানরা কি এক কাজে এসেছিলখ্রিস্টানদের উপাসনার সময়ে তারা বাইরে যেতে চাইলে মসজিদের মুসলিমরা খ্রিস্টানদের সেই মসজিদেই তাদের উপাসনা করতে অনুরোধ করেউনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, “অথচ আমাদের দেশের মসজিদে অশিক্ষিত ইমাম অন্য ধর্মাবলম্বীদের ঢুকতেও দেয় নাতাই উনি নাকি সচিব থাকাকালীন বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমী গড়তেপরবর্তীতে সেটা হলেও তেমন কাজে আসে নাইমামরা দুই মাস কোর্স করে প্রায় ১৭/১৮ হাজার টাকার মত আয় করে, কিন্তু ফিরে গিয়ে ট্রেনিংএর কোন বাস্তবায়ন করে নাএই দুঃখে তিনি অবসর নেবার পরে নিজ অর্থেই ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছেনভদ্রলোকের এহেন নেক চিন্তা ভাবনার কথা শুনে তার প্রতি খুবই প্রীত হইলামশ্রদ্ধায় মনটা ভরে উঠল

এরপর উনি শুরু করলেন ইতিহাসের কথাআল বেরুনি নাকি বাংলাদেশে এসেছিলএসে দেখে এই দেশে প্রতিদিন একবার নদীর পানি উঠে আর একবার নামে (জোয়ার ভাটা আর কি!)এতে আল বেরুনী খুবই বিচলিত হইলেন কারন আলবেরুনির, ভৌগলিক কাঠামোর মানুষের আচরণের উপর প্রভাব সম্পর্কিত তত্ত্ব আছেসেই তত্ত্ব মত আলবেরুনি নাকি তার বইতে লিখে গেছেন বাঙালিদের আচরণের ঠিক ঠিকানা নাইএরা বিপদজনক এবং উনিও তাই ভয়ে বাংলায় এসেই দ্রুত চলে যান আলবেরুনীর সাথের জিনিস পত্রও নাকি বাঙালিরা চুরি করে নিয়েছিলএরপর আরো যা যা বললেন তা মূলত ছিল বাঙালিদের নিন্দাশুনলাম মন খারাপ করলাম, কিন্তু কিছু বলার ছিল না প্রথমত উনি কিছু রেফারেন্স সহ কথা বলছিলেন এবং ইমাম প্রশিক্ষণের কথা বলে আমার মনে নিজের একটা গ্রহণযোগ্য ও শ্রদ্ধার ইমেজ তৈরি করে ফেলেছিলেনতবে, একটা ব্যাপার খটকা লাগছিল যে তিনি ১৯৭১ এর মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলোচনায় মুক্তিযুদ্ধের স্থলে গন্ডোগোল শব্দটিই ব্যবহার করতেনযাইহোক, তখন তো আর এত কিছু বুঝতাম না

দ্বিতীয় পর্যায় - গত বছরের একুশে বই মেলা:

মেলায় ঘুরতে ঘুরতে, দিব্যপ্রকাশের স্টলে আলবেরুনীর ভারততত্ত্ব বইটি চোখে পড়লবইটার কথা আগে যদিও শুনেছিলাম কিন্তু তখন ঐ বুড়োর কথা মাথায় ভেসে উঠলভাবলাম আল-বেরুনীর মত বিখ্যাত ব্যক্তি আমাদের বাঙালিদের সম্পর্কে কি ধারণা করেছিলেন তা জানা দরকারবইটা কিনে ফেললাম সাথে সাথে

তৃতীয় পর্যায়-বাসায় ফিরে:

বইটা শেষ পর্যন্ত পড়লামআল-বেরুনী কখনই বাংলায় আসেননিউনি এক প্রকার বন্দী হিসেবে গজনীর সুলতান মাহমুদের সৈন্যদের সাথে উত্তর ভারতের সিন্ধু ও পাঞ্জাবের কয়েকটা শহরে কিছু দিন ছিলেনসেখানে হিন্দুদের সাথে তার পরিচয় হয় এবং তিনি তাদের সাথে আলোচনা করে ভারততত্ত্বর মত বই লেখেনপুরো বইতে একবার মাত্র বঙ্গশব্দটি দেখলাম তাও একটা লিস্টে

চতুর্থ পর্যায়:

বুড়ো সম্পর্কে খোঁজ নিলামসরকারি চাকুরীজীবি হিসেবে একাত্তরে আমেরিয়ায় ছিল, যুদ্ধের সময় বাংলাদেশকে সাপোর্ট দেয় নিদেশে আসে জিয়াউর রহমানের শাসনামলে, আবার চাকরিতে যোগ দেয়সে আর কিছুই না নিম্নমানের ধর্মব্যবসায়ী চান্স পেলেই বাঙালিদের দোষ বর্ণনা শুরু করেবেশি চান্স দিলে হয়ত জামাত-শিবির বন্দনা শুরু করার ইচ্ছা রাখে

উপসংহার:

লোকটা সিম্পলি গোয়েবলসীয় খেল দেখাল, আর কিছুই না খুব ভাল মতই সে জানে, সাধারন মানুষের জ্ঞান সীমিতমিথ্যা রেফারেন্স বা অর্ধ সত্য কথা বললে বেশির ভাগমানুষই তার সত্যতা উদ্ঘাটনে তেমন খোজ খবর নেবে নাসবাই নিজ নিজ কাজে ব্যস্তবিধায় সে এই মিথ্যা প্রচার করতে কোন বাঁধা দেখে না, আর আগেই একটা ইমেজ তৈরি করে নেয়এই ইমেজের ভিত্তিতে হয়ত অনেকেই তার সম্পর্কে ভাবে, “লোকটা জামাতি হইলেও জ্ঞানী আছেঅথবাজামাতিগুলা খারাপ হলেও ঐ লোকটা খুব জ্ঞানী, তারে জ্ঞানের জন্য শ্রদ্ধা করিইত্যাদি ইত্যাদিঅথচ একটু লেখাপড়া করলেই এদের রূপ বেরিয়ে পড়ে

মাঝে মাঝে এসব দুষ্টলোকদের ব্যাপারে বিভিন্ন লোকের সাথে কথা হয়তারা বলেছেন, “ওরা দুষ্ট, যদিও ওদের মধ্যে থেকে অমুক দুষ্টটা খুব যুক্তিবাদী, জ্ঞানী, ভাল ভাল ধর্মকথা বলে ইত্যদি ইত্যাদিএই ওরা”-গ্রুপের মধ্যে পড়ে জামাতী, অল্প কিছু নাস্তিকতা ধর্মে অন্ধ নাস্তিক, কিছু ধর্ম ব্যবসায়ী, গুটি কয়েক মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাওয়া লোক এবং কিছু জ্ঞান পাপী

উপদেশ:

সাধারন ব্লগারদের জন্য নিজের অভিজ্ঞতা থেকে বলি দুষ্ট লোকেদের ধর্মকথা থেকে সাবধানকেউ কিছু লিখে দিলেই তা বিশ্বাস করবেন না নিজে যাচাই না করেআর এ জন্য বসেও থাকবে না যে অন্যকেউ দুষ্টলোকের ধর্মকথা যাচাই করে দেবেআপনার মত অন্যরাও নিজ নিজ জীবনে ব্যস্তফাকতালে কিছু দুষ্ট লোক মিথ্যা ধর্মকথার প্রচার করে যায়তাই, হয় আগে যাচাই করে নিবেন সময় পেলে, নতুবা যেন তেন লোকের লেখা (মূলত কপি-পেস্ট) পড়ে নিজের মনকে প্রশ্নবিদ্ধ করবে নাএদের সাথে যুক্তি তর্কে নামবেন না, কারন এই সব ধান্ধাবাজরা যুক্তি মানবে না এমন ব্রত নিয়েই এসেছেঅহেতুক তর্ক সৃষ্টিকরেই, এরা জনপ্রিয়তা চায় এই দুষ্টলোকেরা তাদের ধর্মকথা নিয়ে আপনার আমার আসে পাশেই ঘুরছেসেই দুষ্টলোকের ধর্মকথাকে বাহবা দেবার আগে কয়েকবার জ্ঞানের আলোকে চিন্তা করুন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন